January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 8th, 2025, 8:47 pm

২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স

সফলতার ২৫ বছরে পা রাখলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ। গত ৬ জানুয়ারি ২০২৫ সালে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানান কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন। ৬ জানুয়ারী ২০০০ সালে এই কোম্পানিটির যাত্রা শুরু হয়। ঢাকায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা,কেক কাটা,দোয়া অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার স্কাউট ভবন কার্যালয় থেকে সকাল ১০.৩০ টায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। পল্টন এর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে প্রধান কার্যালয়ে সমবেত হন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর কর্মকর্তা কর্মচারীরা। প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

দুপুরে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী।তিনি বলেন, ২৫ বছর আগে যে লালিত স্বপ্ন নিয়ে প্রবাসী বাংলাদেশীরা এই প্রতিষ্ঠান তৈরি করেছে আমরা তা সমুন্নত রেখে এগিয়ে নিয়ে যাবো।তিনি সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ত আরোপ করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ড. জামিল শরিফ ও সাবেক উদ্যোক্তা পরিচালক প্রদিপ সেন।

সভাপতির বক্তব্য মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন বলেন,দেশব্যাপী প্রগ্রেসিভ লাইফ এর ৩২ টি জেলা/বিভাগীয় অফিসে একযোগে আমাদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে যা আমাদের জন্য গর্বের বিষয়। ২০২৫ সাল প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স ২৫তম  বছরে আমাদের ঘুরে দাঁড়ানোর বছর। দেশের শীর্ষ বীমা কোম্পানিতে পরিণত করারা আশাবাদ ব্যক্ত করেন।তিনি জানান,২০২৪ সালে আমরা প্রায় ৪০ কোটি টাকা বীমা দাবি পুরন করে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। সারা দেশে ১২০০ উন্নয়ন কর্মিকে নিয়োগ দিয়েছি এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছি।বীমা খাতে দক্ষ কর্মী তৈরিতে প্রগ্রেসিভ লাইফ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী , সিনিয়ৱ ডিএমডি শাহজাহান আজাদী,কোম্পানি সচিব আব্দুল্লাহ আল মনসুর,সিনিয়ৱ ডিএমডি জসীম উদ্দিন প্রধান সহ প্রমুখ বক্তব্য রাখেন।