জেলা প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুর মোহাম্মদ (৪৫) কে দীর্ঘ ২৩ বছর পর গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা হতে ঈশ্বরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আঠারবাড়ি ইউনিয়নের ফতেনগর গ্রামের মৃত সামসুল হকের পুত্র নুর মোহাম্মদ (৪৫) কে গ্রেফতার করে।
জানা যায়, ফতেনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতারকৃত আসামী নুর মোহাম্মদ সহ অন্যান্য আসামীরা তাদের চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালে দিন দুপুরে কুপিয়ে হত্যা করে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় ভিকটিমের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি নুর মোহাম্মদ ও আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃত নুর মোহাম্মদ দীর্ঘ ২৩ বছর যাবৎ আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব-১৪।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি