ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, এ সময় ঢাকার বিভিন্ন স্থানে মোট ৭টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং এর মধ্যে ঢাকায় ৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, এ সময় ৬টি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়।
ঢাকা শহর, আশুলিয়া ও ফেনী জেলায় অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট নিয়োজিত ছিল বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে ২৭০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য পরিবহন।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন