জেলা প্রতিনিধি:
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মঙ্গলবার (১৫ মে) টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকায় বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মনির হোসেন(২৯) কে গ্রেফতার করে। ধৃত আসামীর মোবাইল ফোনে থাকা এ্যাপস্ পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া খেলার এ্যাপস্ 1xBet (যার আইডি নাম্বার 543445383) সহ বিভিন্ন অনলাইন জুয়ার এ্যাপস পাওয়া যায়। এছাড়া অনলাইনে জুয়া খেলা পরিচালনা করার জন্য টাকা লেনদেনের কাজে ব্যবহৃত Mobcash এ্যাপস (যার আইডি নাম্বার 1176029) পাওয়া যায়, যাতে তার নিজস্ব একাউন্টে বর্তমানে ৫৬,৬৪৭.৯০/- (ছাপ্পান্ন হাজার ছয়শত সাতচল্লিশ টাকা নব্বই পয়সা) রয়েছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে অনলাইনের মাধ্যমে জুয়া খেলে এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ