নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি সবসময় আছে। পরিবেশ-পরিস্থিতি দেখে জাকের পার্টি সিদ্ধান্ত নেবে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহাসচিব বলেন, জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে ৩৫ বছর। এ দীর্ঘ সময়ে জাকের পার্টি শুধু দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে। জাতীয় স্বার্থে সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগতভাবে কারো না কারোর সঙ্গে সমঝোতা হয়েছে। সে হিসেবে আমরা ইসলামি দলসহ যে দলগুলো জনগণ এবং দেশ ও জাতির স্বার্থে কথা বলে, সেসব দলের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।
তিনি আরও বলেন, সামনের পরিস্থিতি বলে দেবে আমরা জোটবদ্ধ হবো নাকি এককভাবে আমাদের যাত্রা অব্যাহত রাখবো।
রাজবাড়ী জেলা জাকের পার্টির সাংগঠনিক পশ্চিমের সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি
নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়ারদিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল