২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,মুক্তাগাছার উদ্দোগে দেশের বিভিন্ন থানার হারানো মোবাইল ও বিকাশের ভুলকরে অন্যনাম্বারে চলে যাওয়া টাকার জিডি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম (মেটা-৪/৫/৬) উদ্ধার করে।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), সহ-অধিনায়ক (পুলিশ সুপার) উপস্থিতিতে ২ অক্টোবর ২০২৩ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৩০টি মোবাইল ফোনসহ বিকাশে ভুলক্রমে চলে যাওয়া পঁচাত্তর হাজার ছয়শত পঁচানব্বই (৭৫,৬৯৫/-) প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করে।
আরও পড়ুন
নবনিযুক্ত ২৩ বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
বিচার বিভাগ মানবাধিকারের সুরক্ষায় বদ্ধপরিকর : প্রধান বিচারপতি
বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল রিমান্ডে