অনলাইন ডেস্ক :
কত রকমের প্রতিভা লুকিয়ে রয়েছে মানুষের মধ্যে তা প্রকাশ না অবধি বোঝা যায় না। তেমনি অবাক করা প্রতিভা নেট দুনিয়ার মানুষকে দেখালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার ৩৬০ ডিগ্রিতে জিহ্বা ঘোরানো দেখে চমকে গেছেন দর্শকরা। এই তো সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর কাপুরের নতুন কুইজ শো ‘দ্য বিগ পিকচার’-এ এসেছিলেন দুই বান্ধবী সারা আলি খান ও জাহ্নবী কাপুর। সেখানেই টাংটুইস্টার করতে গিয়ে বাস্তবে জিভ ঘুরিয়ে জাহ্নবী চমকে দিলেন সবাইকে। অভিনেতা রণবীর সিংহও জাহ্নবীর এ কর্মকা- থেকে রীতিমতো অবাক। সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে ‘দ্য বিগ পিকচার’-র একটি প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দেখা গেছে, শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের এ অভাবনীয় প্রতিভা। সবাইকে চমকে দেওয়া জাহ্নবীর ৩৬০ ডিগ্রি উল্টিয়ে জিহ্বা দেখানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন শোয়ের সঞ্চালক রণবীর সিংহ। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও পোস্টে প্রতিভার প্রশংসা করছেন অনুরাগীরা। উপস্থিত দুই অভিনেত্রীর মধ্যে সারা আলি খানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গেলেও জাহ্নবী কাপুরের সঙ্গে এখনও অভিনয় করতে দেখা যায়নি রণবীর সিংহকে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত