ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রথম পাঁচ দিনে পাঁচ হাজার ৭১০ জন রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইউক্রেনীয় সেনাপ্রধানের এক মুখপাত্র বলেন, এ সময়ের মধ্যে দুই শতাধিক রুশ সেনাকে বন্দী করেছে দেশটির সেনাবাহিনী।
এই কর্মকর্তা আরও দাবি করেন, ১৯৮টি রুশ ট্যাঙ্ক, ২৯টি প্লেন, ৪৮৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
তবে এককভাবে এসব তথ্যের সত্যতা তাৎক্ষণিক যাচাই করতে পারেনি বিবিসি।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারণা করছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রুশ সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে রুশ সেনা হতাহতের বিষয়টি প্রথম থেকে অস্বীকার করলেও রবিবার মস্কো তাদের সেনা হতাহতের বিষয়টি স্বীকার করে।
—ইউএনবি
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস