January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 11th, 2022, 7:10 pm

৯৯৯ এ ফোন: সংঘর্ষে আটকে পড়া ২ চালককে উদ্ধার

জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ এ এক কলারের ফোন কল পেয়ে বরগুনার আমতলী থানাধীন শাখারিয়ার মোড় থেকে মুখোমুখি সংঘর্ষে খাদে আটকে পড়া দুই গাড়িচালকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উদ্ধার ব্যক্তিরা হলেন-বরগুনার বেতাগি এলাকার মো. আনোয়ার হোসেন সবুজ (৩৫) ও মো. রানা (২২)।

মঙ্গলবার সকাল পৌনে ৬টার দিকে একজন কলার ফোন করে জানান, বরগুনার আমতলী থানাধীন শাখারিয়ার মোড়ে ট্রাক ও পিক আপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিক আপ গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের ডোবায় পড়ে যায়। এই সময় দুই গাড়ির চালক আটকা পড়ে। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সকাল পৌনে ৭টার দিকে সংবাদ পেয়ে আমতলি এবং পটুয়াখালী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া দুজন চালককে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা মো.জাকির হোসেন, সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী ৯৯৯ কে ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

—ইউএনবি