January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 23rd, 2022, 7:34 pm

অক্সিজেন সাপোর্টে অভিনেতা তুষার খান

অনলাইন ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন অভিনেতা তুষার খান। তার ফুসফুসের অধিকাংশ জায়গায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এজন্য আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। জানা যায়, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করানো হয়। এর পরপরই চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্টে নেন। বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমবলেন, ‘তুষার খান প্রায় দশ দিন ধরে অসুস্থ। এর আগে বাসাতেই ছিলেন। কিন্তু প্রচ- কাশি ও শ্বাসকষ্ট হতো। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। উনি করোনা আক্রান্ত।’ জানা যায়, তুষার খানের ফুসফুসে ৫০ শতাংশেরও বেশি সংক্রমণ হয়েছে। এ কারণে তিনি স্বাভাবিক অক্সিজেন নিতে পারছেন না। শিল্পী সংঘের পক্ষ থেকে তার জন্য দোয়া ও শুভাশিস চাওয়া হয়েছে।