কাফি খান :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইসলামবাগ বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় ইসলামবাগ বস্তিতে অসহায় ৯ পরিবারকে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় মেয়র ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা সহযোগিতা প্রদানের ঘোষণা দেন।
বিতরণকালে মেয়র বলেন, অগ্নিকান্ডের পর থেকে আপনাদের সার্বিক খোঁজ-খবর আমরা রাখছি। আমাদের কাউন্সিলর সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের সকল প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি যদি দুর্ঘটনাস্থলে পৌছাতে পারতো তবে ক্ষয়ক্ষতি আরো কম হতো। রাস্তার অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি দূরে রাখতে হয়েছে। তাই, আমাদের নিজেদের স্বার্থে রাস্তার জন্য জায়গা ছাড়ার মানসিকতা তৈরি করতে হবে।
এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হবিবুর রহমান হবি, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়
ঈদকে সামনে রেখে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় কর্মকর্তাদের ছুটি বাতিল