পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান শাখায় লকার দুটি শনাক্ত করে জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লকার দুটি জব্দ করা হয়।
সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, ইতোমধ্যেই লকার দুটি জব্দ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, লকারগুলোর নম্বর ৭৫১ ও ৭৫৩ এবং চাবির নম্বর যথাক্রমে ২০০ ও ১৯৬। কর্মকর্তাদের ধারণা, ওই লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র থাকতে পারে।
সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার এই লকারগুলো জব্দ করা হয়েছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে শেখ হাসিনার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করেছিল সিআইসি। সেখানে তার দুটি ব্যাংক হিসাবও পাওয়া যায়। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা রয়েছে। মোট ৫৬ লাখ টাকা উত্তোলনে ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত শুরু করে। এর অংশ হিসেবেই এনবিআর এখন পর্যন্ত দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার তিনটি লকার জব্দ করেছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
৩৬৩ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও নাবিল গ্রুপের মালিকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২
আদালতে স্যান্ডউইচ খাওয়ার অনুমতি পেলেন না আমু