January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 8:09 pm

অঘোষিত সফরে দনবাস ঘুরে এলেন পুতিন

অনলাইন ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন একের পর এক চমক দেখিয়েই চলেছেন। প্রথমে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রোববার (১৯ মার্চ) ক্রিমিয়া সফরে যান কোনো ঘোষণা ছাড়াই। সেখান থেকে আবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দনবাস অঞ্চলের রুশ অধিকৃত শহর মারিউপোল সফরে গিয়েছিলেন তিনি। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন কোনো ঘোষণা ছাড়াই হেলিকপ্টারে করে মারিউপোলে পৌঁছান। তার সফরসঙ্গী ছিলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুশনুলিন। আরটি জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট নতুন আবাসিক এলাকা, সামাজিক ও শিক্ষা অবকাঠামো, আবাসন, ধর্মীয় অবকাঠামো, চিকিৎসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অগ্রগতি পরিদর্শন করতে শহরের বেশ কয়েকটি অঞ্চল ঘুরে বেড়ান। এ ছাড়া পুতিন একটি গাড়িতে করে শহরটি ঘুরে ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই ক্রিমিয়া সফরে যান পুতিন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার নবম বর্ষপূর্তির দিনে আকস্মিক সফরে সেভাস্তপোলে হাজির হন পুতিন। সেখানে তিনি ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে ‘পুনরেকত্রীকরণের’ নবম বর্ষপূর্তি পালনের আয়োজনে অংশ নেন। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ সফরে পুতিন সেভাস্তপোলে একটি আর্ট স্কুল উদ্বোধন করেন এবং একটি শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন। সেভাস্তপোলের গভর্নর রাজভোঝায়েভ তার টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন নিজে গাড়ি চালিয়ে সেভাস্তপোলে পৌঁছান। এ ছাড়া পুতিন সেভাস্তপোলের প্রাচীন শহর টিউরিক চেরসোনিজের একটি প্রতœতাত্ত্বিক উদ্যানও পরিদর্শন করেছেন। এর আগে, পুতিন ২০২০ সালে পূর্ণাঙ্গ সফরে ক্রিমিয়ায় গিয়েছিলেন। তারপর ২০২২ সালের ডিসেম্বরে তিনি ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত কের্চ স্ট্রেইট ব্রিজের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করতে মার্সিডিজ চালিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।