অনলাইন ডেস্ক :
বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। সিনেমার মতো ব্যক্তিগত জীবনে তাদের রসায়নও সবাইকে মুগ্ধ করে। সম্প্রতি অজয়ের গোপন তথ্য ফাঁস করেছেন কাজল। ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ অনুষ্ঠানে দেখা যাবে অজয় দেবগনকে। শোয়ের একটি সেগমেন্টে অজয়কে নিয়ে বলতে গিয়ে কাজল জানান, এই অভিনেতার অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রয়েছে। ফলে অজয় হাতের আঙুল দিয়ে কোনো কিছু স্পর্শ করেন না। কাজল বলেন, ‘আমি আপনাদের অজয় সম্পর্কে কিছু গোপন কথা বলি, যা অনেকেই জানেন না। প্রথম তিনি খুবই ভালো রান্না করতে পারেন। দ্বিতীয়টি হলোÑ তার অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রয়েছে। কোনো কিছু হাতের আঙুল দিয়ে স্পর্শ করেন না।’ এই অভিনেত্রী চান, বিয়ার গ্রিলসের সঙ্গে অজয় সবচেয়ে দুর্গন্ধযুক্ত, অরুচিকর কিছু হাত দিয়ে খেয়ে দেখাবেন। তিনি বলেন, ‘এটা আমার চ্যালেঞ্জ। দেখি এটি তিনি করে দেখাতে পারেন কিনা’। পাশাপাশি অজয়কে শুভ কামনা জানান কাজল। এর আগে বিয়ার গ্রিলসের এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত ও অভিনেতা অক্ষয় কুমার হাজির হন।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম