January 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 30th, 2024, 10:14 pm

অঞ্জনার শারীরিক অবস্থা জানালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক:

অভিনেত্রী অঞ্জনা রহমানের শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে। গতকাল (২৯ ডিসেম্বর) রোববার তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে বলে জানা যায়। আজ সোমবার খবর নিয়ে জানা গেছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি।

মনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে ভালো। ইনফেকশনটা যদিও সারা শরীরে ছড়িয়ে গেছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও ১০ দিনের মতো সময় লাগবে। মায়ের কাছে আমি আছি। আমার বোনজামাই কামরুল আলম রিপন সব দেখাশোনা করছেন। আপনারা দোয়া করবেন মা যেন শিগগির সুস্থ হয়ে ওঠেন।’

চলতি মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। তবে শুরুতে অসুস্থতার কথা কাউকে জানাতে চাননি অঞ্জনা।

ঢালিউডে অঞ্জনার পথচলা শুরু হয় ১৯৭৬ সালে। ‘দস্যু বনহুর’ সিনেমার মাধ্যমে তিনি খুলেছিলেন ক্যারিয়ারের খাতা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন শতাধিক সিনেমা রয়েছে ঝুলিতে।