January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 23rd, 2025, 1:07 pm

অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের

অনলাইন ডেস্ক:
দুঃসময়ে সাইফ আলি খানের প্রাণ বাঁচিয়ে ভজন সিং রানা বর্তমানে মুম্বাইয়ের ‘হিরো’। সেই ‘উপেক্ষিত নায়ক’কে ঘিরে মায়ানগরীর বাসিন্দা তো বটেই এমনকী বলিপাড়ার অন্দরেও মারাত্মক উন্মাদনা।
তবে পতৌদিদের ‘ছোটে নবাব’কে দুঃসময়ে সাহায্য করার জন্য কোনও পুরস্কার পাননি ভজন! এবার সেই ‘সাহসী’ অটোচালককেই ১১ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার দাবি তুললেন খোদ মিকা সিং।

মিকা নিজেও ভজন সিং রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। গায়কের প্রতিশ্রুতি, আমি নিজেই তাকে ১ লাখ টাকা পুরস্কার দিতে চাই।

গায়ক তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের প্রিয় সুপারস্টারকে বাঁচানোর জন্য তার ১১ লাখ টাকা পুরস্কার প্রাপ্য। ভজনের হিরোসুলভ এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। যদি সম্ভব হয়, কেউ দয়া করে তার যোগাযোগ নম্বর আমাকে পাঠাতে পারবেন? আমি নিজে তাকে ১ লাখ টাকা পুরস্কার দিতে চাই।
বলিউড মাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত সাইফের তরফ থেকে ৫০ হাজার টাকা ও এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই অটোচালককে ১১ হাজার টাকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সাইফ আলি খানের ওপর হামলার পর ত্রানকর্তা হয়ে অভিনেতার প্রাণ বাঁচিয়েছিলেন ভজন সিং রানা। বৃহস্পতিবার ভোর রাতে হামলাকারীর ছুরির আঘাতে আহত অবস্থায় নিজ বাড়ির সামনে সাইফ যখন অটো খুঁজছিলেন তখনই সেখানে হাজির হন ভজন। অভিনেতার নাম, পরিচয় কোনো কিছু জানার চেষ্টা না করেই তাকে নিয়ে ছুঁটে যান হাসপাতালে।

যেখানে প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাইফ। তবে বাড়ি ফেরার আগে হাসপাতালে সেই অটোচালককে ডেকে নেন সাইফ আলি খান ও তার পরিবার। সেখানে ভোজনকে বুকে টেনে নেন অভিনেতা। ধন্যবাদ জানান তার সাহসিকতার জন্য।