বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত চারদিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ শিক্ষার্থী।
উপজেলার কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের ভর্তি করা শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমে শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
প্রধান শিক্ষক জলিলুর রহমান আখন্দ বলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় সোমবার সাতজন, রবিবার একজন, শনিবার তিনজন এবং বৃহস্পতিবার আরেকজন পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। তারা সবাই ক্লাস নাইন ও টেনের শিক্ষার্থী এবং বিকালের শিফটে পরীক্ষা দিচ্ছিলো।
তিনি বলেন, শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছেন তারা এখন ভালো আছেন।
প্রধান শিক্ষক বলেন, পরীক্ষার হলে ফ্যানও রয়েছে। তারপরও অতিরিক্ত গরম হওয়ায় এই ঘটনা ঘটছে বলে মনে হয়। যেহেতু পরীক্ষার ভবনটি টিনশেড একারণে অত্যাধিক গরম লাগে।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত