July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 29th, 2025, 6:19 pm

অধ্যক্ষ মো: আব্দুল ওয়াহেদ মিঞা সহ নিরপরাধ সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি

অধ্যক্ষ মো: আব্দুল ওয়াহেদ মিঞা সহ নিরপরাধ সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আইন ও স্বরাষ্ট্র  উপদেষ্টা বরাবর স্মারকলিপি । গতকাল মঙ্গলবার সকালে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ, রংপুর-এর পক্ষ থেকে সরকারের  আইন ও স্বরাষ্ট্র  উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক, রংপুর-এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয় ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী সংঘটিত ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান ছিল একটি স্বতঃস্ফূর্ত ও গণতান্ত্রিক আন্দোলন। এই আন্দোলনের পেছনে ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান এবং শোষণ-বৈষম্যমুক্ত সমাজ গঠনের সংগ্রাম। কিন্তু দুঃখজনকভাবে, এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল সারাদেশে নিরপরাধ ও সম্মানিত নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় রংপুর জেলার তাজহাট থানায় দায়েরকৃত একটি হয়রানিমূলক মামলায় (জি.আর. নম্বর ৯৩/২০২৫, মামলা নম্বর ১৪, তারিখ: ১৯.০৭.২০২৫) ১৯ নম্বর আসামি করা হয়েছে রংপুরের খ্যাতিমান শিক্ষাবিদ, কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, রংপুর-এর আহ্বায়ক অধ্যক্ষ মো: আব্দুল ওয়াহেদ মিঞাকে।

বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ স্মারকলিপিতে অভিযোগ করেন অধ্যক্ষ ওয়াহেদ মিঞা একজন নির্ভরযোগ্য দেশপ্রেমিক ও সম্মানিত নাগরিক। যিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলন , রেন্টাল-কুইক রেন্টাল প্রকল্পসহ নানা দুর্নীতির বিরুদ্ধে সংঘটিত আন্দোলনে নির্ভীকভাবে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের গণ-আন্দোলনে তিনি শিক্ষার্থীদের নৈতিক সহায়তাও প্রদান করেছেন। অথচ তাকে এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়:অধ্যক্ষ মো: আব্দুল ওয়াহেদ মিঞাসহ সকল নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং  প্রকৃত অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মামলাবাণিজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে হবে।আমরা আরও দাবী জানাই তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত  না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে মামলায় আসামী হিসেবে এজাহারভূক্ত ও গ্রেফতার করা যাবে না।স্মারকলিপি প্রদানের পূর্বে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ রংপুর এর নেতৃবৃন্দ রংপুর প্রেসক্লাব হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কাচারি বাজারে এসে প্রতিবাদ সমাবেশ করে।

বাম গণতান্ত্রিক জোট রংপুরের সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন – বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন,সিপিবি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কাফি সরকার,বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস,বাসদ মার্কসবাদী রংপুর জেলার সদস্য সচিব কমরেড আহসানুল আরেফিন তিতু।বাংলাদেশ জাসদ রংপুর জেলা কমিটির সভাপতি শাহীনুর রহমান বাদল এবং বাংলাদেশ জাসদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সকলেই এই হয়রানিমূলক মামলা হতে যথাযথ তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদেরকে অব্যাহতি দেয়ার এবং প্রকৃত দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবী জানান।বক্তারা আরও দাবী জানান তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত  না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে মামলায় আসামী হিসেবে এজাহারভূক্ত ও গ্রেফতার করা যাবে না।সমাবেশে নেতৃবৃন্দ বলেন-এই ধরনের হয়রানিমূলক মামলা শুধু ব্যক্তিকে অপমানিত করে না, বরং গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধেও আঘাত হানে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন:কমরেড আনোয়ার হোসেন বাবলু – সমন্বয়ক, বাম গণতান্ত্রিক জোট, রংপুরবীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন – সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, রংপুর জেলা কমিটি। কমরেড আব্দুল কুদ্দুস – আহ্বায়ক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), রংপুরশাহীনুর রহমান বাদল – সভাপতি, বাংলাদেশ জাসদ, রংপুর জেলাগৌতম রায় – সভাপতি, বাংলাদেশ জাসদ, রংপুর মহানগরসাব্বির আহম্মেদ – সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ, রংপুর মহানগরকমরেড আব্দুল মমিন – সদস্য সচিব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, রংপুরকমরেড আহসানুল আরেফিন তিতু – সদস্য সচিব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), রংপুরকমরেড কাফি সরকার – সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, রংপুর জেলা কমিটি।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ