অনলাইন ডেস্ক :
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার আসন্ন চলচ্চিত্র ‘হাড্ডি’ থেকে আরেকটি নতুন লুক শেয়ার করেছেন। গতকাল শনিবার ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করছেন নওয়াজউদ্দিন। ছবিটি শেয়ার হওয়া মাত্র রীতিমতো ঝড় তুলেছে অনলাইনে। ভক্ত-অনুরাগীরা একের পর মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় অভিনেতাকে। এমন দুর্দান্ত লুক এবং ভিন্ন চরিত্রে নওয়াজকে দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। অনেকেই তাকে ‘কিংবদন্তি’ এবং ‘অবিশ্বাস্য’ বলেছেন। ছবিতে নওয়াজউদ্দিনকে লাল সিল্কের শাড়ি পরিহিত দেখা গেছে। কপালে লাল টিপ ছিল তার। গলায় সাদা ভারী নেকলেস এবং কানে দুল পরে সেজেছেন তিনি। ক্যামেরা থেকে দূরে একজন ব্যক্তির দিকে তাকিয়ে মুচকি হাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে ছবির সঙ্গে ‘মেরে হামসাফার’ গানটি যুক্ত করেছেন নওয়াজউদ্দিন। নওয়াজউদ্দিনের নতুন লুকের ছবিতে তার ভক্তরা মন্তব্যের ঝড় তুলেছেন। এক ভক্ত নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘একজন মানুষ কতটা বহুমুখী হতে পারে?’ অন্য একজন মিসরীয় ভক্ত মন্তব্য করেছেন, ‘ওহ মাই গড, আপনি সত্যিই একজন কিংবদন্তি। বলিউডের ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা। মিসর থেকে শুভেচ্ছা। ’ অন্য একজন অনুরাগী লিখেছেন, ‘এটা দুর্দান্ত দেখাচ্ছে। অন্য কোনো শব্দ নেই, একদম কিংবদন্তি। ’ আরেক এক ভক্ত লিখেছেন, ‘নওয়াজউদ্দিন সিদ্দিকী অস্কারের যোগ্য। ’‘হাড্ডি’ পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। অদম্য ভাল্লারের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। আগামী বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গিয়েছিল টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া অভিনীত ‘হিরোপান্তি ২’-এ। হাড্ডি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘টিকু ওয়েডস শেরু’। সিনেমাটিতে কঙ্গনা রানাওয়াতও রয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’