অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে আগামী জাতীয় নির্বাচন পেছানো হোক, তা চায় না বিএনপি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে মনে করে দলটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও উপস্থিত ছিলেন।
রাজনৈতিক অস্থিরতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার সময় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনি প্রক্রিয়ার মধ্যেই আছি। অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যেতে চাই না। গত ১৫ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচন চাইছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে যথাসময়ে নির্বাচনই আমাদের প্রত্যাশা।
তিনি জানান, এবার একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট অনুষ্ঠিত হবে—দুটি ব্যালটে ভোট দিতে হবে বলে ভোটগ্রহণে সময় বেশি লাগতে পারে। তাই কোনো ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তারা কমিশনকে অনুরোধ করেছেন। ইসি জানিয়েছে, এ বিষয়ে আগামী রোববার (৭ নভেম্বর) সিদ্ধান্ত জানানো হবে।
ব্যালটপেপার মুদ্রণ নিয়ে গুজব প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, সরকারি প্রেসেই ব্যালট ছাপানোর নিয়ম থাকলেও এবার প্রাইভেট প্রেসে ছাপানোর সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। এ বিষয়ে উদ্বেগ জানালে কমিশন আশ্বস্ত করেছে যে ব্যালটপেপার সম্পূর্ণভাবে সরকারি প্রেসেই ছাপানো হবে।
এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টিও বৈঠকে তুলে ধরে বিএনপি। নজরুল ইসলাম বলেন, পাসপোর্টের ভিত্তিতে আরও বেশি প্রবাসীকে ভোটার করার উদ্যোগ নিতে তারা অনুরোধ করেছেন। সিইসির সঙ্গে বৈঠকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
৫টি নির্বাচন, ২৩টি আসন: কখনো পরাজিত হননি বেগম জিয়া
নারায়ণগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৮
খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন জোবাইদাকে ছাড়াই, সঙ্গে থাকবেন আরেক পুত্রবধূ শর্মিলা রহমান