জয়পুরহাট প্রতিনিধিঃ
ভোটার তালিকা হালনাগাদ না করা সহ নানা অনিয়ম করে নির্বাচনের মাধ্যমে জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত আটটায় শহরের আবুল কাশেম মাঠ থেকে মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর বিএনপির জেলা কার্যালয়ে গিয়ে শেষ করে।
পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সাগর চৌধুরী,ছহরাফ ইসলাম ইমন, আহাদ হোসেন, শিমুল চৌধুরী প্রমুখ।
বক্তাগণ বলেন বিগত আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিলেন না। তাদেরকে সাজানো নির্বাচনের মাধ্যমে জয়ী করতে এই পাতানো নির্বাচনের আয়োজন করা হয়। তারা বলেন,ভোটার তালিকা হালনাগাদ না করে পছন্দের প্রার্থী ও ভোটার দিয়ে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের পকেট কমিটি মানি না মানবো না। তারা পাতানো নির্বাচন বাতিল করে প্রকৃত ও ত্যাগী নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে ছাত্রদলের কলেজ কমিটি গঠনের দাবি জানান।
এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট।
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ