বরগুনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বরগুনাসহ দক্ষিণাঞ্চের বাস যাত্রীরা।
বরিশাল মালিক সমিতির অবৈধ কর্মকান্ডের প্রতিবাদে ধর্মঘটের এ ডাক দেয়া হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, পদ্মাসেতু চালু হওয়ার পর বরগুনা থেকে বাকেরগঞ্জ হয়ে ঢাকা যাওয়ার পথে বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির লোকজন বাকেরগঞ্জে বসে বাস চলাচলে বাধা দেয় এবং চাঁদা দাবিসহ বাস শ্রমিকদের মারধর করে।
একমাস ধরে রুট পারমিট না থাকার অজুহাতে সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দেয় বরিশালের বাস মালিক ও শ্রমিকরা।
এতে আরও ৪০ কিলোমিটার ঘুরে মির্জাগঞ্জ ও আমতলী ফেরি পার হয়ে ঢাকা-বরগুনা যাওয়া-আসা করতে হচ্ছে যাত্রীবাহী বাসগুলোকে। এতে সময় লাগছে অতিরিক্ত ৫ ঘণ্টার বেশি।
এছাড়া দুর্ভোগ পোহানোর পাশাপাশি পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বরগুনা জেলার বাস যাত্রীরা।
—ইউএনবি
আরও পড়ুন
পল্লী বিদ্যুতে ‘গণছুটিতে’ থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা
পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ
বিএনপির আগামী পথচলা হবে জনগণের সাথে ব্যারিষ্টার মোঃ কামাল উদ্দিন