অনলাইন ডেস্ক :
চলতি বছরে দুর্দান্ত ফর্মে ছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো। বর্ষসেরা রান সংগ্রাহকের দৌড়েছিলেন এই ব্যাটার। তবে, প্রায় মাসখানেক আগে গলফ কোর্সে পা পিছলে পড়ে পায়ের নিচের অংশে চোট পান তিনি। তার ইনজুরি দেখে ডাক্তাররা বলেছিলেন, টি-২০ বিশ্বকাপ শুধু নয় এই বছরই আর মাঠে নামতে পারবেন না বেয়ারস্টো। এরপরই পাকিস্তান সিরিজ ও আসন্ন টি-২০ বিশ্বকাপ দল থেকে ছিটকে যান বেয়ারস্টো। গত সোমবার বেয়ারস্টো ইনস্টাগ্রামে ভাঙ্গা পায়ের ছবি পোস্ট করে জানিয়েছেন তার ইনজুরির সর্বশেষ অবস্থা। তিনি লিখেছেন, ‘আমার পায়ের হাড় তিন জায়গায় ভেঙে গিয়েছিল, সে জন্য পায়ে প্লেট বসাতে হয়েছে। গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। তবে ইতিবাচক দিক হচ্ছে, অস্ত্রোপচার সফল হয়েছে। তিন সপ্তাহ পার করে ফেলেছি। আগামী কয়েক সপ্তাহ কিংবা মাস সুস্থ হয়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তার দুঃসময়ে পাশে পাওয়া মানুষদের ধন্যবাদ জানিয়ে বেয়ারস্টো আরও লিখেছেন, ‘কবে মাঠে ফিরব, এ মুহূর্তে বলা যাচ্ছে না। আপাতত দুই পায়ে ঠিকঠাকভাবে দাঁড়ানোর কথা ভাবছি। এটা নিশ্চিত যে ২০২২ সালে আর ফিরতে পারব না। দুঃসময়ে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম