January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 1st, 2022, 9:02 pm

অনুপ্রবেশ রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভার অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ বিভিন্ন সময় অনুপ্রবেশ ঘটে থাকে বাংলাদেশে। এসব অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ মে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: শাহগীর আলমের সভাপতিত্বে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ৬০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: আশিক হাসান মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর অবৈধ অনুপ্রবেশ থেমে নেই. ভারতীয় সীমান্ত দিয়ে বিভিন্ন সময় বাংলাদেশে রোহিঙ্গা সহ অন্যদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। সেই সাথে বিভিন্ন পরিবহন সেক্টরে সচেতনতা অবলম্বনের পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সচেতন করার লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন প্রচার-প্রাচারণার সিদ্ধান্ত গৃহিত হয়।