অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে যখন জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রামে, তখন বুধবার মিরপুরে বিসিবির একাডেমি মাঠে অনুশীলনে ব্যস্ত জাতীয় দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদকে। বেশ নীরবে মাঠে ফিরলেও দলে সুযোগ পাওয়ার জন্য বদ্ধপরিকর মাহমুদুল্লাহ। ভেরিফাইড ফেসবুক পেইজে তার দেওয়া বার্তাতেই সেই প্রমাণ মিলেছে। নিজের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘চ্যালেঞ্জ ইওর স্টোরি।’ এই বছরের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দল থেকে ছিটকে পড়েন একসময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ মাহমুদুল্লাহ। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রাথমিক দলেও জায়গা পাননি তিনি। জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।
৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহর মূল লক্ষ্য ফিটনেস ঠিক করা। যদিও তার স্ট্রাইক রেট সবসময়ই প্রশ্নবিদ্ধ ছিলো। তার অলস ফিল্ডিং নিয়ে বিরক্ত ছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কিছু ক্যাচ ফেলার পাশাপাশি তরুণদের সঙ্গে গ্রাউন্ড ফিল্ডিংয়েও বেশ পিছিয়ে ছিলেন তিনি। সম্ভবত জাতীয় দলে পুনরায় ফেরার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে মাহমুদুল্লাহকে। ব্যাটিং পজিশনে সাত নম্বরে নির্ভরযোগ্য ব্যাটার খুঁজছিলো বাংলাদেশ। সেখানে মাহমুদুল্লাহর যোগ্য বিকল্প এখনও খুঁজে পায়নি বাংলাদেশ। অনুশীলনে ফিরে মাহমুদুল্লাহকে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে, করেছেন ব্যাটিং প্র্যাক্টিসও। রানিং সেশনের পরে নেটে স্পিনারদের বিপক্ষে ব্যাট করেন এই ডান হাতি ব্যাটার।
আরও পড়ুন
আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং তাসকিনের
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস