January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 4th, 2023, 8:17 pm

অনুশীলন ম্যাচে তামিমের ‘গোল্ডেন ডাক’

অনলাইন ডেস্ক :

আগামী শুক্রবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। টুর্নামেন্টটিকে সামনে রেখে বুধবার (৪ঠা জানুয়ারী) বসুন্ধরা কমপ্লেক্সে খুলনা টাইগার্সের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলছে রংপুর রাইডার্স। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে খুলনা। বুধবার (৪ঠা জানুয়ারী) খুলনার হয়ে ওপেন করেননি তামিম ইকবাল। চারে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন দেশসেরা এই ওপেনার। খুলনার পক্ষে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনার হাবিবুর রহমান সোহান করেন ১৬ রান। ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদ দুইজনই ১১ রান করেন। শুধু তামিমই শূন্য রানে আউট হননি, দলটির আরেক তারকা সাব্বির রহমানও ‘ডাক’ মেরেছেন। দুই বলে শূন্য রানে তিনি মেহেদী হাসানের শিকার হন। রংপুর রাইডার্সের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, মেহেদী হাসান ও রিপন মন্ডল। একটি করে উইকেট নিয়েছেন রবিউল হক, আলাউদ্দিন বাবু, হাসান মাহমুদ ও শামিম হোসেন।