অনলাইন ডেস্ক :
১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করেছে। ২৩ সদস্যের দল নিয়ে ভারতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের আসরে অংশ নিচ্ছে স্বাগতিক ভারত, বাংলাদেশ ও নেপাল। আগামী ১২ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: রুপনা চাকমা, ইয়াসমিন আক্তার,ইতি খাতুন,আফিদা খন্দকার,কোহাতি কিস্কু,শামসুন্নাহার,সোহাগি কিস্কু,মোছা: ইতি খাতুন,নাসরিন আক্তার,আনিকা তানজুম,জয়নব বিবি রিতা,হালিমা আক্তার,রেহেনা আক্তার,স্বপ্না রানী,মাহফুজা খানম,নৌশন জাহান,শাহেদা আক্তার রিপা,আকলিমা খাতুন,সুরমা জান্নাত,উন্নতি খাতুন,লুতফরা আক্তার লিমা,নাবিরান খাতুন ও মোছা: রুপা।
বাংলাদেশের ম্যাচের সূচি:
১৭ই মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
নেপাল বনাম বাংলাদেশ
১৯শে মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বাংলাদেশ বনাম ভারত
২৩শে মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
বাংলাদেশ বনাম নেপাল
২৫শে মার্চ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
ভারত বনাম বাংলাদেশ

আরও পড়ুন
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’
বিশ্বকাপ নিয়ে আপস করতে হলে আমরা সিদ্ধান্তে অনড় থাকবো: বুলবুল
যুক্তরাষ্ট্র ফ্লোরিডার নোয়াখালী সোসাইটি ফ্লোরিডা রয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুষ্ঠিত