অনলাইন ডেস্ক :
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল উরুগুয়ে। ফাইনালে ইতালিকে পরাজিত করেছে লাতিন আমেরিকার দেশটির যুবারা। বাংলাদেশ সময় সোমবার (১২ জুন) ভোররাতে আর্জেন্টিনার লা প্লাটার দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে উরুগুয়ে জিতেছে ১-০ ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। এমনকি দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। শেষ পর্যন্ত ম্যাচের ৮৬তম মিনিটে গোল করে উরুগুয়েকে লিড এনে দেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লুসিয়ানো রদ্রিগেজ। এই গোলটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। যুব বিশ্বকাপে এটিই উরুগুয়ের প্রথম শিরোপা। এক যুগ পর লাতিন আমেরিকান কোনো দল জিতল যুব বিশ্বকাপ।
সর্বশেষ ২০১১ সালে অনূর্ধ-২০ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরায়েলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায় কোয়ালিফাই না করতে পারা আর্জেন্টিনা। যদিও বেশি দূর এগুতো পারেনি লিওনেল মেসিদের উত্তরসূরীরা, বাদ পড়ে দ্বিতীয় রাউন্ড থেকেই। দক্ষিণ আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল যেতে পারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত