অনলাইন ডেস্ক :
ফোক ঘরানা টিভি নাটকে অহনার জনপ্রিয়তা প্রায় আকাশ ছোঁয়া। যদিও মাঝে লম্বা বিরতিতে গেছেন এই অভিনেত্রী। অবশেষে অভিনয়ে ফিরেছেন আবারও। তাকে নিয়ে ‘তাফালিং’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। লিখেছেন ফেরারী ফরহাদ। আর এতে অহনার বিপরীতে আছেন এই সময়ের ইউটিউবের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। পুরানো ঢাকার ভাষায় নির্মিত নাটকটি ২২ মে বিকাল ৪টায় উন্মুক্ত হলো লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে। এতে আরও অভিনয় করেছেন রতœা খান, এইচ কে স্বাধীন, আনোয়া হোসাইন, ইমরান হোসেন আজান, এমরান হাসো প্রমুখ। নির্মাতা আলম জানান, লেজার ভিশনের ইউটিউব চ্যানেলের ওয়ান মিলিয় সাবস্ক্রাইব হওয়া উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশ হলো ‘তাফালিং’।
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা মেহের আফরোজ শাওন