July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 30th, 2025, 8:31 pm

অনৈতিক কাজে জড়িত হলে তার ঠিকানা বিএনপিতে হবে না- প্রিন্স

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপিকে গণমানূষের শক্তিশালী সংগঠনে পরিণত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের দলীয় সদস্য পদ নবায়ন এবং নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম আনুষ্ঠনিক উদ্বোধন কালে এসব কথা বলেন ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ আধিপত্যবাদী হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল। জনগণ তা ব্যর্থ করে দিয়েছে।

সকল শ্রেণী পেশার মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে, সে কাফেলায় সংযুক্ত হতে সকলকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরো বলেন, রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন করতে হবে জনগণের আকাঙক্ষা ধারণ করে। বিএনপি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে। সেজন্যই রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দিয়েছে এবং এখনও ছাড় দিয়ে যাচ্ছে।

আওয়ামী দোসর, দুর্নীতিবাজ, লুটেরাসহ সমাজ বিরোধী কাউকে বিএনপির সদস্যপদ দেয়া যাবে না। বিএনপির কেউ এসব অনৈতিক কাজে জড়িত হলে তার ঠিকানাও বিএনপিতে হবে না। কলংকের কালি যেনো না লাগে, সে দিকে দৃষ্টি দিতে হবে।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ও পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আশরাফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব বক্তব্য রাখেন।

 

সাইদুর রহমান রাজু

হালুয়াঘাট, ময়মনসিংহ