January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 9th, 2022, 8:14 pm

অন্তরঙ্গ ছবি ফাঁস না করতে অনুরোধ করলেন জ্যাকলিন

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে অনেকদিন থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের ঘনিষ্ঠ ছবিও প্রকাশ পায়। গত শনিবার জ্যাকলিন-সুকেশের আরো একটি অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ব্যক্তিগত ছবি ফাঁস হওয়ার পর চুপ থাকলেও শনিবার এ নিয়ে নীরবতা ভেঙেছেন জ্যাকলিন। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়েছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। জ্যাকলিন ফার্নান্দেজ লিখেছেন, ‘এই দেশের প্রত্যেকটি মানুষ আমাকে ভালোবাসা এবং সম্মানে ভরিয়ে দিয়েছে। মিডিয়ার বন্ধুরাও তাদের মধ্যে আছেন, যাদের কাছ থেকে আমি অনেক শিখেছি। বর্তমানে খুব খারাপ সময় কাটাচ্ছি। কিন্তু আমি নিশ্চিত, আমার বন্ধু এবং অনুরাগীরা আমাকে এটি কাটিয়ে উঠতে দেখবেন। সংবাদমাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, আমার গোপনীয়তাকে লঙ্ঘন করে ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি প্রকাশ কিংবা প্রচার করবেন না। নিজের ভালোবাসার মানুষের ছবি হলে এমন করতে পারতেন না। আমি জানি আমার ক্ষেত্রেও আপনারা একই কাজ করবেন। আশা রাখি সুবিচার পাব।’ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। এ ছাড়া তিনি প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এ বিষয়ে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও ইডি’র জেরার বিষয়ে জ্যাকলিনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জ্যাকলিন ফার্নান্দেজকে সাক্ষী হিসেবে ডেকেছে ইডি। তিনি তার জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ভবিষ্যতে তদন্তের স্বার্থে তিনি যেকোনো সহযোগিতা করবেন।’ ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখর স্বীকার করেছেনÑ জ্যাকলিনকে ৫২ কোটি রুপি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বিড়াল পছন্দ করেন। এজন্য তাকে ৯ লাখ রুপির বিড়ালও উপহার দিয়েছেন সুকেশ। তিহার জেল থেকে জ্যাকলিনকে ফোন করতেন তিনি। চকোলেট, ফুলের তোড়াও পাঠাতেন। এন আই বুলবুলের কথায় নতুন বছরে সালমার প্রথম গান।