January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 9th, 2022, 7:47 pm

অন্তর্জালে অবমুক্ত ‘মাফিয়া ডায়েরিজ’

অনলাইন ডেস্ক :

অন্তর্জালে অবমুক্ত হয়েছে নাটক-চলচ্চিত্র নির্মাতা ও নাট্যকার মাহমুদ দিদার পরিচালিত ক্রাইম থ্রিলার ‘মাফিয়া ডায়েরিজ’। গল্প ও চিত্রনাট্যও নির্মাতার নিজের। ঢোল এন্টারটেইমেন্টের প্রযোজনায় ও সিনেমা রিপাবলিকের ব্যানারে নির্মিত এই সিরিজের তিন পর্বে দেখা যাবে প্রতিশোধের গল্প। ভবঘুরে রাহেদ এবং কন্টাক্ট কিলার ক্যামেলিয়ার নেতৃত্বে সংঘঠিত অপরাধ, কিলিং এবং বিশ্বাসঘাতকতার একটি ভয়ঙ্কর প্রতিযোগিতা এই ক্রাইম থ্রিলারে দর্শক দেখতে পাবেন। রাশেদ চরিত্রে অভিনয় করেছেন আশরাফ বেকুল আর ক্যামেলিয়া চরিত্রে রয়েছেন মৌরিতা জুঁই। তাদের সঙ্গী হয়ে কাহিনীকে এগিয়ে নিয়ে গেছেন মাফিয়া প্রধান ফারুক আহমেদ ও আরমান পারভেজ মুরাদ। এতে কস্টিউম ডিজাইন করেছেন জিনাত জিয়া। এটির ডিওপি মোমিন হোসেন, প্রধান সহকারী পরিচালক হাসিব রহমান এবং লাইন প্রডিউসার রাজন মনরাই। আর্ট ডিরেকশনে ছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ও পোষ্ট প্রডাকশন সুপারভিশনে সাকিব তন্ময়। এটি ঢোল এন্টারটেইমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।