অনলাইন ডেস্ক :
অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সুপারস্টার শাকিব খানের ঈদের ছবি ‘গলুই’-এর টিজার। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া ওই টিজারটি দেখে আলোচনায় মুখর বাংলা চলচ্চিত্রের দর্শকরা। নেট দুনিয়ায় চলছে নানামাত্রিক চর্চা। যারা নিয়মিত সিনেমা হলে গিয়ে ছবি দেখেন, তাদের মধ্যে রীতিমত হৈচৈ ফেলেছে এই টিজার। নিজের ফ্যান পেজ ও ইনস্টাগ্রামে গলুই-এর টিজার শেয়ার করেছেন শাকিব খান। সেখানে কয়েক হাজার ইতিবাচক মন্তব্য করেছেন তার ভক্তরা। তারা বলছেন ‘গলুই’-এর টিজার এক কথায় দারুণ হয়েছে। তবে কিছুটা সমালোচনাও করছেন আরেক শ্রেণির দর্শক। তারা আঙুল তুলছেন, সম্পাদনা ও টিজারে ব্যবহৃত টেক্সট ফন্ট ও স্টাইল নিয়ে। তবে সব ধরনের মন্তব্যই গ্রহণ করছেন নির্মাতা। বুধবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালক এস এ হক অলিক সংবাদমাধ্যমকে জানান, ঈদে সর্বোচ্চ হল পাবে ‘গলুই’। ইতোমধ্যে বেশ কিছু হল চূড়ান্ত হয়েছে। মোট কত হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে, সেই সংখ্যা জানা যাবে ঈদের দু-চারদিন আগে। তবে আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি হলে এই ছবি চালাতে পারবো। ‘হৃদয়ের কথা’ ছবির এই নির্মাতা বলেন, দর্শকের সমালোচনার জায়গা লেখার ফ্রন্ট নিয়ে, ছবি নিয়ে নয়। তাদের গঠনমূলক সমালোচনাকে আমি সম্মান জানাই। তবে আমি ছবির গল্প, প্রেজেন্টেশন, শিল্পীদের অভিনয়ের দিকে সবচেয়ে নজর দিয়েছি। যারা সমালোচনা করছেন আমার বিশ্বাস পুরো ছবিটা দেখার পর তারা পরিপূর্ণ একটি গল্প পাবেন এবং ঠিকই প্রশংসা করবেন।‘গলুই’ ছবির প্রেক্ষাপট ১৯৭৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। গল্পটা তখনকার হওয়ার টেকনিক্যাল বিষয়গুলো খুব সাধারণ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রোমান্টিক ছবির অন্যতম জনপ্রিয় নির্মাতা অলিক। তিনি বলেন, খুব সাধারণ ভাবে করার এই চিন্তা ছিল একান্তই আমার, তাও নির্মাতা হিসেবে। যেহেতু গল্পটা আগের, তাই আমাকে প্রেজেন্টেশনে গিমিক কম দিতে হয়েছে। পরবর্তীতে লেখার ফ্রন্ট ঠিক করা হবে জানালেন অলিক। বলেন, আমি ইচ্ছে করেই ওভাবে রেখেছিলাম। কারণ গল্পটা এই সময়কার নয়। আমাকে গল্পের সঙ্গে মিলিয়ে করতে হয়েছে। দর্শক যেহেতু ওভাবে চাইছে না তাদের মতামতকে প্রাধান্য দেব। যোগ করে বলেন, ছবিতে হিরোর অভিনয়, তার প্রাণবন্ত উপস্থিতি সবচেয়ে বেশি প্রশংসনীয় বিষয়। ছবির আয়োজন, পূজার লুক সবকিছু মানুষ পছন্দ করেছে। টিজার ছাড়ার পর থেকে টিভি পর্দার অনেক নির্মাতা আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। নিরেট প্রেমের গল্প ও আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাইচ উপজীব্য করে নির্মিত হয়েছে ‘গলুই’। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, করোনায় ঝিঁমিয়ে পড়া ইন্ডাস্ট্রি চাঙ্গা করতে শাকিবের ছবির বিকল্প নেই। অতীত অভিজ্ঞতায় সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, ঈদে যেহেতু শাকিবের বড় বাজেটের ছবি ‘গলুই’ আসছে, তাই এ ছবির মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেতে পারে সিনেমা হলগুলো! সে কারণে হল মালিকদেরও ঈদে বাড়তি আগ্রহ শাকিব খানের ‘গলুই’ ঘিরে! শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল