অনলাইন ডেস্ক :
ঈদ উপলক্ষে অন্তর্জালে এলো সাব্বির নাসিরের গানচিত্র ‘মন খারাপের দিন’। তরুণ মুন্সীর সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। বিরহ ঘরানার গানটির ভিডিওতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই। নির্মাণ করেছেন আফফান আজিজ প্রীতুল। গানটি সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় ৭ জুলাই। সাব্বির নাসির বলেন, ‘গানটি সাতমাত্রার এবং কথা ও সুরে মন খারাপের গভীরতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। সুফিয়ান আর তরুণ মুন্সীর সাথে প্রথম কাজ আমার। সাতমাত্রার ছন্দেও আমার প্রথম গান। আশাকরি ভালো লাগবে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।’ সুরকার তরুণ মুন্সী বলেন, ‘সাব্বির নাসির ভাইয়ের জন্য প্রথমবার কাজ করলাম। আমি ভিন্ন ধরনের সুর ও সংগীত করার চেষ্টা করেছি মাত্র। সবার মনে দাগ কাঁটার মতো সুর এটি।’ গানের মডেল পুনম হাসান জুঁই বলেন, ‘গানটিতে কাজ করে আমার ভীষণ ভালোলেগেছে। এর আগেও সাব্বির ভাইয়ের গানে মডেল হিসেবে কাজ করেছিলাম আমি ও তানভীর। আমার বিশ্বাস, নতুন এ কাজটিও সবার ভালোলাগবে।’
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির