December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 18th, 2021, 8:33 pm

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়ামের নায়িকা সুনেরাহ

বিনোদন ডেস্ক :

‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। দেশ-বিদেশের প্রশংসার পাশাপাশি পেয়েছেন অনেক স্বীকৃতি। প্রথম সিনেমাতে অভিনয় করেই ২০১৯ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এবার দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। দীপংকর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এতে তার বিপরীতে থাকবেন চিত্রনায়ক সিয়াম। মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। ‘অন্তর্জাল’ সিনেমাটি প্রযোজনা করছে মোশন পিপল স্টুডিও। এটি হবে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র। পর্দায় সাইবার দুনিয়ার রহস্য নিয়ে কাজ করবেন সুনেরাহ বিনতে কামাল। বৃহস্পতিবার রাতে এমনটাই জানিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, ‘সুনেরাহ পরিপূর্ণ অভিনয়শিল্পী, এই চরিত্রে তার বিশালত্ব ফুটিয়ে তোলার সুযোগ থাকছে। প্রথাভাঙা আরেকটি চরিত্রে আসছেন তিনি। ভিন্ন ধারার গল্পে আমি সিনেমা তৈরি করতে পছন্দ করি। এই সিনেমার নামের মধ্যে প্রযুক্তি-প্রযুক্তিভাব থাকলেও আসলে সব বয়সের দর্শকদের জন্য সিনেমা।’ দ্বিতীয় সিনেমা প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘গল্পে আমি থ্রিলারের ছাপ পেয়েছি, আবার পেয়েছি দারুণ এক অচেনা গল্প। আমার চরিত্রটি কিন্তু বাস্তবের এক চরিত্র, সেই চরিত্রের সঙ্গ পেতেই সিনেমায় কাজের আগ্রহ প্রকাশ করি। এই সিনেমার স্টোরি টেলিং খুব ইন্টারেস্টিং।’