নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাংক গ্রুপের সভাপতি আজয় বাঙ্গা আজ ঘোষণা করেছেন যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের জন্য ৩.৫ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করবে। এই ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে করা হয়।
বাঙ্গা জানান, এই তহবিলের অন্তর্ভুক্ত থাকবে ২ বিলিয়ন ডলার নতুন ঋণ এবং ১.৫ বিলিয়ন ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। বিশ্বব্যাংক বাংলাদেশে ডিজিটাইজেশন, তারল্য, শক্তি, বিদ্যুৎ এবং পরিবহণ খাতে সংস্কার সমর্থন করবে।
অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, “এটি দেশের পুনর্গঠনের একটি বড় সুযোগ,” এবং বিশ্বব্যাংককে সৃজনশীলভাবে ঋণ দেওয়ার আহ্বান জানান।
বাঙ্গা দক্ষিণ এশিয়ার শক্তি সহযোগিতা নিয়ে আলোচনা করেন, বিশেষ করে নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগাভাগি করার সম্ভাবনা তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শক্তি ও বিদ্যুৎ উপদেষ্টা ফৌজল কবির খান, যা বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যে সহযোগিতার মানসিকতা নির্দেশ করে।
আরও পড়ুন
দেশ বাঁচাতে আগে নির্বাচন চায় জনগণ : মির্জা ফখরুল
বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলেন আন্দোলনরত শিক্ষকরা
নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না: সালাহউদ্দিন