নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে ব্রাজিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এলে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বর্ধিত পারস্পরিক সম্পর্কের প্রশংসা করেন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ব্রাজিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং রাষ্ট্রদূতকে যথাযথ কর্তৃপক্ষ তথা বিডার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
আরও পড়ুন
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা
ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে, এবার শুরুতেই দিবা: শেখ হাসিনা
দাবি না মানলে মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের