অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য এই সরকারই দায়ী। নির্বাচনের আগে গণভোটের সুযোগ এখন আর নেই, নির্বাচন দিনেই গণভোট হবে—দুটি ব্যালট থাকবে, একটি জাতীয় সংসদ নির্বাচন ও অন্যটি গণভোটের জন্য।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, “যেদিন ঐকমত্যের নথি জমা দেওয়া হয়েছিল—১৭ তারিখ, সেদিন বৃষ্টি হচ্ছিল। আমরা সব রাজনৈতিক দল একত্রে ছাতা ধরে স্বাক্ষর করেছিলাম। কিন্তু সেই নথি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করার পর দেখি সেখানে আমাদের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত উল্লেখ নেই। এটি জনগণের সঙ্গে করা বিশ্বাসের ভঙ্গ—‘ইটস আ ব্রিচ অব ট্রাস্ট’। তারা আস্থার সেতু ভেঙে দিয়েছে।”
তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশন প্রায় এক বছর ধরে রাজনৈতিক সংস্কার ও বিভিন্ন বিষয়ে কাজ করলেও তাদের আলোচনার সারাংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। “আমরা সংস্কারের বিপক্ষে নই। ১০ দফা, ২৭ দফা, ৩১ দফা—সবই সংস্কারের প্রস্তাব ছিল। বিভ্রান্তি যদি তৈরি হয়, তা ঐকমত্য কমিশনের কিছু সদস্যের আচরণ থেকেই এসেছে,” বলেন মির্জা ফখরুল।
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নির্বাচন করব, নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু একটি মহল সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণকে অনুরোধ করব—আর বিভ্রান্ত হবেন না।”
তিনি আরও বলেন, “একসময় যারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, আজ তারাই জনগণের চাওয়া নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। জনগণ দেশবিরোধী রাজনীতি ক্ষমা করে না।”
ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আমাদের মিত্র দলগুলোর সঙ্গে জাতীয় সরকার গঠন করতে চাই। গত ১৫ বছর ধরে যারা আমাদের সঙ্গে লড়াই করেছে, তাদের নিয়েই জনগণের পার্লামেন্ট ও জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”
এনএনবাংলা/

 
                
আরও পড়ুন
ঢাকায় আ. লীগের ঝটিকা মিছিল থেকে এ পর্যন্ত গ্রেপ্তার ৩ হাজার: ডিএমপি
সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি: মিলন