অনলাইন ডেস্ক :
করোনার কারণে বলিউডে দীর্ঘদিন সিনেমার মুক্তি বন্ধ ছিলো। চলতি বছরে সালমান অভিনীত ‘রাধে’ সিনেমা মুক্তি পেলেও তা সফল হয়নি। এখন একসাথে অনেক সিনেমা মুক্তির অপেক্ষা। এই তালিকায় রয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সিনেমায় সালেমানের সঙ্গে রয়েছেন তার বোনের স্বামী আয়ুষ শর্মা। পরিচালক মহেশ মঞ্জরেক বলছেন আসন্ন দীপাবলিতেই মুক্তি পাবে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে একসঙ্গে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এক দিপাবলীকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’, আয়ুষ্মান খুরানার ‘চন্ডীগড় করে আশিকী’ও। কিন্তু মহারাষ্ট্রে সিনেমাহল খোলার উপরেই সকলের সিদ্ধান্ত নির্ভর করছে। সম্প্রতি শিবসেনার সঙ্গে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি বৈঠক হয়েছে। তাতে ধারণা করা যাচ্ছে, নভেম্বরে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিতে পারে মহারাষ্ট্র সরকার। তবে অক্টোবরের মাঝামাঝি সিনেমা হল খুলে দেওয়ার জন্য আলোচনা চলছে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত