অনলাইন ডেস্ক :
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত প্রথম বাংলাদেশি আম্পায়ার; যিনি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। রোববার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালনের মধ্য দিয়ে ৪৭ বছর বয়সী শরফুদ্দৌলা অনন্য এক কীর্তিও গড়েছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের প্রথম কোনো ফিল্ড আম্পায়ার হিসেবে ‘হাফ সেঞ্চুরি’ পূরণ করেছেন। ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শরফুদ্দৌলা টি-টোয়েন্টিতে আরও ১৮ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার।
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০ ম্যাচ পরিচালনা করারও কীর্তিও আছে তার। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা। এ ছাড়া মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৫ টেস্ট, ১০০ ওয়ানডে এবং ৬৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।
প্রসঙ্গত, ২০০১ সালে প্রথম বিভাগ ক্রিকেটে মাত্র এক মৌসুম খেলার পর পিঠের ইনজুরিতে পড়েন সাবেক অফস্পিনার শরফুদ্দৌলা। যে কারণে তাকে খেলা ছেড়ে দিতে হয়েছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে যোগ দিলেও আম্পায়ার হওয়ার নেশাতে সেই চাকরি বেশি দিন করেননি।
আরও পড়ুন
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস
বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের
মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে রাজশাহীকে হারাল বরিশাল