ওটিটিতে নতুন ধাঁচের থ্রিলার ‘আকা’ আসছে আগামী সেপ্টেম্বর মাসে। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
এরইমধ্যে জানা গেছে, এতে অভিনয় করছেন আফরান নিশো। এর মাধ্যমে তিন বছর পর ওটিটিতে ফিরছেন তিনি। আর এই থ্রিলারের মাধ্যমেই প্রথমবারের মতো ওয়েব সিরিজের জগতে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সর্বশেষ শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে দেখা গেছে তাকে। ‘আকা’য় নাবিলাকে দেখা যাবে একেবারে ভিন্নধর্মী এক চরিত্রে। যদিও তার বিস্তারিত বলতে নারাজ তিনি। জানালেন, এ ধরনের চরিত্রে এর আগে দেখা যায়নি তাকে। অন্য এক নাবিলাকেই এখানে খুঁজে পাওয়া যাবে।
২৫শে আগস্ট একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে সিরিজটির ট্রেলার প্রকাশ করা হবে। এদিকে, নিজের এ সিরিজ নিয়ে নাবিলা বলেন, আমার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ এটা আমার প্রথম সিরিজ। চেয়েছিলাম সিরিজে অভিষেকটা স্মরণীয় হোক। তেমনটাই হবে আশা করছি। কাজটা করে আমি খুবই আনন্দিত। আশা করবো, দর্শকরা শুধু আমার চরিত্রটাই নয়, ‘আকা’ সিরিজের গল্প, আবহ ও নির্মাণকেও পছন্দ করবেন।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, নিশো ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। তবে, এই প্রথম কোনো সিরিজে একসঙ্গে কাজ করছি। নাবিলা আপুও খুব কো-অপারেটিং ছিলেন। সবমিলিয়ে ‘আকা’ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
২০২৬ সালের এইচএসসি মে-জুনে, পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে
বিরতি ভেঙে গানে ফিরলেন কানিজ সুবর্ণা
মার্কিন সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল খান