July 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 4th, 2025, 5:16 pm

অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক

 

বগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছাত্রলীগের বগুড়া শহর শাখার সহসভাপতি আবীর হোসেন বিদ্যুৎ (২৭), ছাত্রলীগ কর্মী ওয়াজ মণ্ডল (২৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

শুক্রবার ভোরে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অপহৃত তিন শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনাক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ। এ সময় সেখান থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিন শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান শুরু করলে অপহৃত তিন শিক্ষার্থীকে ভোররাতে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে সেনাবাহিনী অপহরণকারীদের অবস্থান করা বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।