অনলাইন ডেস্ক :
চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’র কাজ শুরু হতে যাচ্ছে। এই সিনেমার সঙ্গে যুক্ত হলো হোটেল গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক। গত মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত গোল্ডেন টিউলিপ রেস্তরাঁয় এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় অপু-জয় চলচ্চিত্রের কর্ণধার অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাস, গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডর্মাকের ম্যানেজার তারেক, কোরিওগ্রাফার গৌতম সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন। সম্প্রতি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস।চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা পেয়েছেন তিনি।গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। ‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস।প্রযোজনার পাশাপাশি এতে অপু অভিনয়ও করবেন। তার বিপরীতে চিত্রনায়ক সাইমন সাদিককে দেখা যাবে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা