January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 6th, 2022, 7:39 pm

অপেক্ষায় মৌটুসী…

অনলাইন ডেস্ক :

গেল কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত নন জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। হঠাৎ কখনো পর্দায় দেখা মেলে তার। সম্প্রতি হাসান আজিজুল হকের উপন্যাস ‘আগুনপাখি’ অবলম্বনে নির্মিত দীর্ঘ ধারাবাহিকে দেখা মিলেছে মৌটুসীর। দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে এ ধারাবাহিক। অন্য নাটকে অভিনয় না করলেও এ ধারাবাহিকে কাজের কারণ জানিয়ে এ অভিনেত্রী বললেন, ‘টিভি নাটক করছি না অনেক দিন ধরে। ‘আগুনপাখি’র শুটিং করেছিলাম কোভিডের আগে। প্রচারে এল অল্প কিছুদিন হয়। এ সময়ে এসে কাজটি করতে চাচ্ছিলাম না। কিন্তু দর্শক এবং চ্যানেল কর্তৃপক্ষের পজিটিভ ফিডব্যাক এসেছে। আমি কাজ করতে না চাইলেও ওরা আমাকেই চাচ্ছে। তাই দর্শক এবং চ্যানেলের প্রতি সম্মান জানিয়ে কাজটি করছি। তাছাড়া আমার চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ।’ টিভি নাটকে অনুপস্থিতির কারণ জানতে চাইলে মৌটুসী বলেন, ‘দর্শক আমাকে ‘৫১-বর্তী’ ও ‘ব্যাচেলর’ দিয়ে চেনে। তখন নাটকের দর্শক ছিল। এখন আমারই টেলিভিশনের নাটক দেখা হয় না। একজন হলেও দর্শক হারিয়েছে টিভি নাটক। আমার মনে হয়েছে, যেহেতু আমি নিজেই টিভি নাটক দেখছি না সেহেতু কাজ করা যুক্তিসঙ্গত না। তবে, আগুনপাখি দেখেছি। আসলে টেলিভিশনের কাজ টিমওয়ার্কের ওপর নির্ভর করে। সবাই সমানভাবে কাজ করলে আউটপুট ভালো হয়। আমি যে কাজটাই করি না কেন, মনোযোগ দিয়ে পরিশ্রমের সাথে করি।’ মৌটুসী মাঝে উপস্থাপনার কাজও করেছেন। দুরন্ত টিভিতে কুইজ বিষয়ক অনুষ্ঠান ‘বানান মানে স্পেলিং’ সঞ্চালনা করেছেন তিনি। সে অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘বানান মানে স্পেলিং’ সঞ্চালনা করে আনন্দ পেয়েছি। তার রেশ এখনও বিদ্যমান। কিছুদিন আগে এক দিনের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম। সেখানে এ শো নিয়ে কথা বলতে শুনেছি। আবার খুলনায় এসেছি। এখানে মানুষজন এ শো’র কথা বলছে। আমি মাত্র একটা সিজন করেছি। তারপরও মানুষ আমাকে মনে রেখেছে। তাদের প্রশংসা শুনতে ভালো লাগে। পরবর্তী সিজন যদি হয়, সুযোগ এলে সঞ্চালনা করতে ভীষণ ভালো লাগবে।’ মৌটুসী সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করেছেন। সে কথা জানিয়ে বললেন, ‘একটি ওভিসি করলাম। পরিবেশবান্ধব বিজ্ঞাপনচিত্র। তাই এককথায় রাজি হয়ে গেছি।’ নাটক বিজ্ঞাপনের মাঝেই গুরুত্বপূর্ণ খবর মৌটুসী এর মাঝে দুটো ছবির কাজ করেছেন। একটি প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ’, অন্যটি স্বল্পদৈর্ঘ্য সেঁজুতি তুষির ‘রিপলস : ঢেউ’। কাজ দুটো প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘প্রিয় সত্যজিৎ’র চরিত্রটি তেমন চ্যালেঞ্জিং ছিল না। এখানে আমি একজন তথ্যচিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করেছি। চরিত্রটি ধারণ করতে তেমন বেগ পেতে হয়নি। অন্যদিকে ‘রিপলস :ঢেউ’-তে একজন থিয়েটারকর্মী ও মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করেছি। এখানে চরিত্রটি ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছে। গিটার বাজিয়ে গানও গেয়েছি। এ ছবির সাথে যেকোনো রয়সী নারী যোগাযোগ স্থাপন করতে পারবেন। গল্পটি বেশ ম্যাচিউর। ছবিটি গতানুগতিক নির্মাণের বাইরের। ছবিটি এরইমধ্যে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও কলকাতার ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিতহয়েছে। সামনে আরও কয়েকটি উৎসবে যাবে। আশা করছি বাংলাদেশের দর্শকরাও ছবিটি দেখার সুযোগ পাবেন।’ এদিকে কথা প্রসঙ্গে মৌটুসী জানান, তার কাছে সিনেমার প্রস্তাব বেশি আসছে ওয়েব প্ল্যাটফর্মের তুলনায়। তার ভাষ্যে, আমার কাছে চ্যালেঞ্জিং কোনো কাজ আসছে না। কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। চ্যালেঞ্জ নিতে চাই।