January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 15th, 2022, 7:58 pm

অফিস পলিটিকস নিয়ে নাটক ‘মেঘবেলা’

অনলাইন ডেস্ক :

পুরান ঢাকার এক পরিবারের প্রেম-ভালোবাসার গল্প, সাথে অফিস পলিটিকস নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘মেঘবেলা’। রোববার (১৫ মে) থেকে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। আহমেদ শাহাবুদ্দিনের রচনা ও ইসমত আরা চৌধুরী শান্তির পরিচালনায় নাটকটি দেখা যাবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ১১টা ২৫মিনিটে। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা শান্তি জানান, শাহেদ অফিসে বড় পদে প্রমোশন পান। অন্য কর্মকর্তা শতাব্দী এতে মন খারাপ করেন। তাকে বিপদে ফেলার জন্য নানান পরিকল্পনা করতে থাকেন। বসের কাছে অবস্থান খারাপ করার জন্য নেতিবাচক কথা বলেন। অফিস পলিটিকসের ফাঁদে পড়েন শাহেদ। অন্যদিকে তার ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারে শুরু হয় নানা ঘটনা। পারিবারিক ভালোবাসা, বিচ্ছেদ, অফিস পলিটিকসসহ নানা বিষয় নিয়ে এগিয়ে যাবে ‘মেঘবেলা’ ধারাবাহিকের গল্প। নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ শরিফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, শমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দ্যোপাধ্যায়, ঈশানা, ইমরোজ, নাফিজা নাফা, তানভীর তনু, রিফাত জাহান, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী, নব্যসহ অনেকে।