October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 6th, 2025, 2:59 pm

অবরুদ্ধ গাজায় এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল, নিহত ৬৩

 

অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলের বোমাবর্ষণ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

সোমবার (০৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত টানা বোমাবর্ষণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার শিকার হয়েছে গাজার প্রধান শহর গাজা সিটিসহ বিভিন্ন এলাকা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে গত সপ্তাহে যে নতুন শান্তি-পরিকল্পনা উপস্থাপন করেছেন, তাতে প্রাথমিক সম্মতি জানিয়েছে হামাস। এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সোমবার থেকে মিসরের রাজধানী কায়রোতে বৈঠক শুরু হচ্ছে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ওই বৈঠকে অংশ নিচ্ছে ইসরায়েল, হামাস এবং মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। প্রতিনিধিরা ইতোমধ্যে রবিবার কায়রোতে পৌঁছেছেন।

তবে এসব আলোচনার প্রস্তুতির মধ্যেও গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে আইডিএফ। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির সতর্ক করেছেন— কায়রোর বৈঠক ব্যর্থ হলে গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হবে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার মূল বিষয় হবে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি। ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেছেন, বৈঠকটির স্থায়িত্ব সর্বোচ্চ কয়েক দিন হতে পারে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে কায়রোর বৈঠককে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমি আশা করি প্রতিনিধিরা অত্যন্ত তৎপর থাকবেন এবং সময়ক্ষেপণ না করে দ্রুত একটি কার্যকর পরিকল্পনা নির্ধারণ করবেন।”

এনএনবাংলা/