গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রবিবার (৩ ডিসেম্বর) বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা অবরোধচলাকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ট্রাক পুড়ে গেছে এবং দগ্ধ হয়েছেন চালক।
তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা না গেলে স্থানীয়রা তাকে ও তার সহকারীকে পোড়া ট্রাক থেকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখার চৌধুরী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলায় আজ ভোর সাড়ে ৫টায় চলন্ত একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, ‘মুহূর্তেই ট্রাকটিতে আগুন লেগে যায়। ট্রাকের সহকারী অল্পের জন্য বেঁচে গেলেও দগ্ধ হয়েছেন চালক।’
এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও