January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 6th, 2023, 7:36 pm

অবরোধ: চট্টগ্রামে চলছে পিকেটিং, দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপির দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারায় আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) সকালে আনোয়ারার চাতরি চৌমুহনী বাজারে ট্রাফিক পুলিশ বক্স এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই নিয়ে ৭ ঘন্টার ব্যবধানে দু’টি বাস পুড়িয়ে দেওয়া হলো।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সুইনু মামরা জানান, চাতরি চৌমুহনী বাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাস মালিক নাইম উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি সকালে কেইপিজেড এর শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার জন্য চাতরি চৌমুহনী বাজারে মসজিদের পাশে রাতে পার্কিং করে রাখা হয়েছিল।

এর আগে রবিবার রাত ১১টার দিকে নগরীর অক্সিজেন মোড়ে রেলগেট এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে বাসটি বায়েজিদ থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

দুপুরে চান্দগাঁও আরকান সড়কে সিএন্ডবি এলাকায় চান্দগাঁও ওয়ার্ড যুবদলের বিক্ষোভ মিছিল বের করে।

এর আগে সকালে সকালে সি‌টি গেইট এলাকায় উত্তর কাট্টলী ওয়ার্ড বিএন‌পি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা‌সেবক দলের নেতা-কর্মীরা মিছিল করে।

নগরীর পাহাড়তলী বাজার এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদ‌লের সহ-সভাপ‌তি ফজলুল হক সুম‌নের নেতৃ‌ত্বে নেতা-কর্মীরা মিছিল করে।

পরে সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। একই সময়ে বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে কালামিয়া বাজার ও রাহাত্তার পুল এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতা-কর্মীরা।

—-ইউএনবি