January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 5th, 2022, 7:47 pm

অবশেষে আবারও একসঙ্গে শাহরুখ-সালমান

অনলাইন ডেস্ক :

আবারও একসঙ্গে বলিউডের দুই খান। অনেক সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের, তবে তা অনেক আগের কথা। বহু বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন শাহরুখ খান এবং সালমান খান। গণমাধ্যমের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখবে দর্শক। আনন্দবাজার ডিজিটাল এক প্রতিবেদেনে জানিয়েছে, শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সর্বশেষ দুই নায়ককে দর্শক একসঙ্গে দেখেছিল ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’সিনেমায়। প্রায় ২৭ বছর পর বড়পর্দায় দুজনকেই মুখ্য চরিত্রে দেখবে দর্শক। এরইমধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন আদিত্য চোপড়া। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শুটিং। আপাতত এই দুই বলিউড স্টারের ঝুলিতেই একগুচ্ছ সিনেমায়। এবছর দুটি সিনেমা মুক্তি পাবে শাহরুখের। সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এবছরই। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায়ও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।