April 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 27th, 2025, 2:10 pm

অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক

কিছুদিন আগেই শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন বলে আলোচনায় আসেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। যদিও শেষপর্যন্ত সিনেমাটিতে থাকছেন না তিনি। সম্প্রতি জানা যায়, এ অভিনেত্রীর বাবা ক্যানসার আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য আজ বাবাকে নিয়ে ভারত যাচ্ছেন তিনি।

নেহার বাবার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসকরা দ্রুত দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য গতকালই রওনা হয়েছিলেন তিনি। তবে কাগজপত্র ঠিক নেই দাবি করে বিমানবন্দরে আটকে দেয়া হয় তাদের। ফেসবুকে লাইভে এসে কাঁদতে কাঁদতে সেই কথা জানান নেহা।

সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ বাবাকে নিয়ে ভারতে রওনা হবেন বলে নিশ্চিত করলেন নেহা। তিনি বলেন, ‘এনওসির জটিলতার কারণে বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে আমাদের সমস্যার মুটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওনা হব।’

নেহা গতকাল বিকেলে নিজের ফেসবুকে লাইভে আসেন। সেখানে তিনি জানান, তার সরকারি কর্মকর্তা বাবার এনওসির (নো অবজেকশন লেটার) মেয়াদ ছিল না। সেজন্য তাদের আটকে দেওয়া হয়েছিল।

ভিডিওতে তিনি বলেন, ‘আমরা এর আগে চিকিৎসা নিতে গিয়েছিলাম। তখন হাফ ডান হয়। সেসময় এনওসি নেওয়া হয়েছিল। এবার ব্যাংকে আবার এনওসি চাইলে তারা জানান, আপনার তো এনওসি এই পারপাসে নেওয়া আছে, আর প্রয়োজন নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা মানতে নারাজ। তারা নানা রুলসের কথা শোনাচ্ছে। অথচ পরশুদিন আমার বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। বাবার একদম লাস্ট স্টেজ। আমি জানি না কী ঘটবে।’

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগী নিদ্রা দে নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। বিজ্ঞাপন, নাটক, ওটিটির গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সিনেমাতেও। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।